বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তনের দাবি

নগরের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন রোড নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সামাজিক সংগঠন শান্তি সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের মেজ ছেলে মো. জাহেদ মুরাদ।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন চট্টগ্রামের আপামর জনতার মনের মধ্যে মিশে আছেন, চট্টগ্রামের যেকোনো দাবি আদায়ে মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ছিলেন আপোষহীন। কফিল উদ্দিন বাকলিয়ার সন্তান ছিলেন। আর চাক্তাই খাল খননে যিনি দীর্ঘদিন যাবৎ জেল খেটেছেন,  চাক্তাই খালের উপর দিয়ে হচ্ছে এই বাকলিয়া এক্সেস রোড। তাই দেশের অন্যতম এ সূর্যসন্তানের নামে বাকলিয়া এক্সেস রোডকে বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন রোড নামকরণ করার মাধ্যমে তাঁর স্মৃতি আমরা ধরে রাখতে চাই।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাস্টার মুহাম্মদ জাকারিয়া ও মুহাম্মদ ওসমান গণি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিফাত,  মহিউদ্দিন, রিয়াদ, তুষার, মুন্না, জুলফিকার নাহিদ, জুয়েল, মোস্তফা, সাজ্জাদ, শওকত, ওমর সালমান ও রবিউল হোসেনসহ প্রমুখ।

জয়নিউজ/কামরুল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM