মিশরের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি হোসনি মোবারক আর নেই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির কায়রো হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণঅভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দী ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। দীর্ঘ ছয় বছর কারাগারে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।