আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে। এ সময় দলের প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইসঙ্গে ঘোষণা দিয়েছিলেন, পদ-পদবি নয়, সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই তাঁর কাছে শেষ কথা।
নিজের সেই অঙ্গীকারের পথেই হাঁটছেন মেয়র নাছির। এর প্রমাণ দিলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় রেজাউল করিমের পাশে থেকে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামানের হাতে মনোনয়ন ফরম জমা দেন রেজাউল।
এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় রেজাউলের পাশেই ছিলেন হাস্যোজ্জ্বল মেয়র নাছির। ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও বদিউল আলম, শিক্ষা সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আরও অনেকে।
জয়নিউজ/কাউছার