জাতীয় দলের আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরি ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন একটি অভিযোগ এনে তিনি কাফরুল থানায় একটি চুরির মামলা করেছেন
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ ফেব্রুয়ারি থেকে মিরপুরে তার রাকিন সিটির ফ্ল্যাটটি খালি ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলার কারণে দলের সব খেলোয়াড়ের মতো তিনিও টিম হোটেলে ছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া । তাই গত পাঁচ দিন তার ফ্ল্যাট ফাঁকা ছিল। এই সময়ের ভিতরে তার বাসায় চুরি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, তার বাসা থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০০ ডলার চুরি হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হয়।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জয়নিউজকে জানান ক্রিকেটার মিরাজের বাসায় চুরির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।