আবারও বাড়ল বিদ্যুতের দাম। এবার প্রতি ইউনিটে ৬ টাকা ৭৭ পয়সা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে।
আগামী মার্চ থেকে এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ১৭ টাকা করার ঘোষণা দিয়েছে বিইআরসি। এছাড়া হুইলিং চার্জ ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ২৯ পয়সা করা হয়েছে। বর্তমানে ২৭ পয়সা রয়েছে।