পাকিস্তানে ট্রেনের ধাক্কায় ২০ বাসযাত্রী নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ২০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

- Advertisement -

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুক্কুর জেলার রোহরি রেলস্টেশনের কাছে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সুক্কুরের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জামিল আহমেদ জানান, হতাহতদের উদ্ধার তৎপরতা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এটা ভয়াবহ দুর্ঘটনা ছিল, বাসটি তিন টুকরো হয়ে গেছে। সংঘর্ষের পর বাসটিকে অন্তত ১৫০-২০০ ফুট টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।

- Advertisement -islamibank

জানা যায়, পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল আর বাসটির গন্তব্য ছিল পাঞ্জাবের সারগোধা শহরে।
সুক্কুর কমিশনার শফিক আহমেদ মাহেসার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের রোহরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সুক্কুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনির মাঙ্গিরো জানান, আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর এক সহকারী চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত আছেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM