করোনা ভাইরাস আক্রান্তে চীনকে পেছনে ফেলে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ২৪ ঘণ্টার এক পরিসংখ্যানে উঠে এসেছে এই চিত্র।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৪২৭ জন। আর এই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৫৯৪ জন!
সবমিলিয়ে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩১ জন। চীনের পর এখন এই দেশটিতে করোনায় আক্রান্ত রোগী সবচেয়ে বেশি।
এর পরেই রয়েছে ইতালি (৮৮৯ জন), ইরান (৩৮৮ জন) এবং জাপান (২৩৪ জন)। ব্রাজিলেও করোনা ভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে।
এন্টার্কটিকা বাদে পৃথিবীর সব মহাদেশেই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২০৭ জন।
জয়নিউজ