বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটের বহিঃপ্রকাশ: ডা. শাহাদাত

বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

শাহাদাত বলেন, জনবিচ্ছিন্ন বর্তমান অবৈধ সরকার গণমানুষের দুর্ভোগের কথা বিবেচনা না করেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। বিনা ভোটের সরকার জবাবদিহীতার তোয়াক্কা না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের পরাজয় হবে জেনেই জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে।

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মেয়র নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে শাহাদাত বলেন, সরকার দেশনেত্রীকে ভয় পায় বলে বার বার তার জামিন প্রক্রিয়ায় বাঁধাগ্রস্ত করছে। দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেভাবে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে ভয়ে বিচারকেরা বেগম জিয়াকে জামিন দিচ্ছে না।

- Advertisement -islamibank

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, অমানবিক সরকার বিভিন্ন কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত করছে।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামশুল আলম (ডক), প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ মোহাম্মদ আলী মিঠু, অ্যাড. সিরাজুল ইসলাম চৌধুরী, ফাতেমা বাদশা, হামিদ হোসাইন, ডা. এস এম সরওয়ার আলম ও হেলাল চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মো. আজম, নগর বিএনপির সহসম্পাদক মো. ইদ্রিস আলী, জেলী চৌধুরী, আরিফ মেহেদী, আবু মুসা, আলমগীর নূর, মোস্তাফিজুর রহমান বুলু, আলী আজম, সালাহ উদ্দিন লাতু, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী মাঈনু, নগর সদস্য ইউসুফ সিকদার, মো. ইলিয়াছ, আতিকুর রহমান, রেজিয়া বেগম মুন্নি, শাহেদা বেগম, শাহনেওয়াজ চৌধুরী মিনু, জিয়াউর রহমান জিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, এসএম মফিজ উল্লাহ, হাজী মো. ইলিয়াছ, রফিকু উদ্দিন চৌধুরী, আজম উদ্দিন, ফারুক আহমেদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, জাহিদ উল্লাহ রাশেদ, মোস্তাক আহমেদ, হাসান ওসমান চৌধরী, মনজুর কাদের, মো. শফি মেম্বার, নুর হোসেন নুরু ও মো. হাসান প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM