রাউজান গহিরায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও আরো দুই যাত্রী আহত হয়েছে। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গহিরা কালারপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম- মো.আলী আকবর (৪৮)। সে রাউজানের চিকদাইর পাঠানপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত দুজনের নাম হলো-দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫)
স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আটকা পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমদ জয়নিউজকে জানান, রাঙামাটিমুখী পাহাড়িকা (সোনিয়া) বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আহত আলী আকবর মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
জয়নিউজ/শফিউল/পিডি