শীতের শেষে এখন ঝতুরাজ বসন্তের দোলা প্রকৃতিতে। দিনের শুরুতে হালকা গরম বার্তা দিচ্ছে আসছে গ্রীষ্মের তাপদাহ। গরমে যেসব ফল আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে তার একটি তরমুজ।
চৈত্র ও বৈশাখ মাসে খুব বেশি পাওয়া গেলেও নগরে স্বল্প পরিসরে এখনই দেখা মিলেছে তরমুজের। পার্বত্য জেলা রাঙামাটি থেকে আড়তে এখন নতুন মৌসুমি ফল তরমুজ।
সরবরাহ একটু কম থাকায় তরমুজের দামটা একটু বেশি। তবে আড়তদাররা বলছেন, শিগগির সাধারণ ক্রেতার নাগালে আসবে তরমুজের দাম। কিছুদিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করবে তরমুজ।
নগরের ফিরিঙ্গীবাজার ফলের আড়ত থেকে মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ছবিগুলো তোলা।