চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ব্যস্ত জীবনের মাঝে আনন্দ খুঁজে নিতে হয়। নিয়মিত শরীর ও মনকে উৎফুল্ল রাখতে খেলাধুলার এমন চর্চা চালু রাখা জরুরি। তবে টুর্নামেন্ট ঘিরে সাংবাদিকদের খুব বেশি সিরিয়াস হয়ে হাত-পা ভেঙে না ফেলারও পরামর্শ দেন তিনি।
বুধবার (৪ মার্চ) সকালে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন পরামর্শ দেন তিনি।
টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কর্মরত সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল সামনেও গণমাধ্যমকর্মীদের যেকোনো আয়োজনে সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাসির উদ্দিন তোতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন রেজা, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হকসহ সংগঠনের সদস্যরা।
দুই দিনব্যাপী টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে সময় টিভি ও ইন্ডিপেনডেন্ট টিভি।