জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ঘোষিত দলে নতুন মুখ নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার বিপিএলে খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এ স্পিনার। ১৩ ম্যাচ খেলে পেয়েছিলেন ৬ উইকেট। ইকোনমি ৭.২৬। স্ট্রাইক রেট ৪২।
এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও সাইফউদ্দিন। বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। পাকিস্তান সফরে ছিলেন না মুশফিক।
সবশেষ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন ও রুবেল হোসেন।
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।