বিজ্ঞানীদের নতুন এক গবেষণা বলছে, দূষিত বাতাস আমাদের আয়ু গড়ে প্রায় তিন বছর পর্যন্ত কমিয়ে দিচ্ছে। ধূমপানের ফলে যে পরিমাণ আয়ু কমে এটি তার চেয়েও বেশি।
এদিকে কার্ডিওভাসকুলার রিসার্চ জার্নালের গবেষণা বলছে, পৃথিবীতে যুদ্ধসহ সব ধরণের সংঘাতে প্রতি বছর মানুষের আয়ু যতটা কমে, তার চেয়ে প্রায় দশগুণ বেশি আয়ু কমে বায়ু দূষণে!
বিজ্ঞানীরা বলছেন, বায়ু দূষণে প্রতিবছর মৃত্যুর হার ছাড়িয়ে যাবে ধূমপানে মৃত্যুর সংখ্যা। শুধু ২০১৫ সালে বিশ্বজুড়ে বায়ু দূষণে মারা গেছেন ৮৮ লাখ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, ধূমপানের কারণে প্রতি বছর পৃথিবীতে ৮২ লাখের বেশি মানুষ মারা যান। এর মধ্যে ৭০ লাখের বেশি মানুষ মারা যান সরাসরি সিগারেট এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে।
এদিকে গবেষণার ফলাফলের বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রোগ-তত্ত্ববিদ স্যামুয়েল চাই বলেন, এই গবেষণা প্রমাণ করছে বায়ু দূষণ পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কতো বড় হুমকি সৃষ্টি করেছে।
তিনি বলেন, বায়ু দূষণ হলো নতুন ধূমপান। সুতরাং জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন এখনই তাদের এ নিয়ে সিরিয়াস হওয়ার সময় এসেছে। -সূত্র: বিবিসি বাংলা
জয়নিউজ