করোনা ভাইরাস: ইতালিতে মৃত বেড়ে ১৯৭

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ২১টি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ জন বলে জানা গেছে।

- Advertisement -

শুক্রবার ( ৬ মার্চ) ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, দেশটিতে করোনার আক্রমণে ৪৯ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন। সংশ্লিষ্টদের ধারণা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো বাড়বে।

- Advertisement -google news follower

এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালিতে এক মাসের জন্য জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে এক থেকে দুই মিটার দূরে থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM