করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সতকর্তার অংশ হিসেবে ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। এই ১৪ দেশের মধ্যে রয়েছে বাংলদেশও।
আজ সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার ঘোষণা দিয়ে এটি জানিয়েছে কাতার সরকার।
বাংলাদেশের পাশাপাশি চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা কাতারে প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, চীনের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে এক লাখ আট হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার আটশরও বেশি মানুষ। বাংলাদেশেও রোববার (৮ মার্চ) অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়, তিনজন করোনাভাইরাসে শনাক্ত হওয়ার কথা।
জয়নিউজ