আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ( চসিক) নির্বাচনে ভোটগ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম)অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম চট্টগ্রাম এসে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) সকালে এসব সরঞ্জাম চট্টগ্রাম নির্বাচন
- কমিশনের
হাতে এসে পৌঁছায়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জয়নিউজকে জানান, প্রথমধাপের ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম এসেছে। আরও দুই ধাপে ইভিএম মেশিন আসবে। যার একটি আগামী ১১ মার্চ চট্টগ্রাম এসে পৌঁছাবে।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার এবং নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ।