ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।
ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর হযরত আমানত শাহ (র.) মাজার জেয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি মাজার জেয়ারত করেন।
এসময় শাহাদাত বলেন, নগরকে একটা আধুনিক, নান্দনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই। বিশ্বের অন্যতম নগরের পরিণত করতে চাই। এজন্য সবার আগে প্রয়োজন ভোটারদের সমর্থন। আশাকরি ভোটাররা তাদের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ভোটের লড়াইয়ে নেমেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বিনা কারণে কারাগারে বন্দি আছেন। ভোটারেরা যেন রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সহযোগিতা করেন।
শাহাদাত আরো বলেন, বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এখানে ভয় পাবার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের গবেষণা সংস্থা আছে, ডাক্তাররা আছেন। তারা দেখছেন এবং এ সমস্যা থেকে দেশবাসী অবশ্যই মুক্ত হবেন।
এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ভোটাধিকার পুনরুদ্ধারের করতে শাহাদাত হোসেনকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ।
গণসংযোগে অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা চাকসু ভিপি নাজিম উদ্দিন, এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এসকে খোদা তোতন, অধ্যাপক শেখ মহিউদ্দিন, এনামুল হক এনাম, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, মোহাম্মদ আলী, শফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু, এসএম সাইফুল আলম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধূরী লিটন, আবদুল মন্নান, আহমেদুল আলম রাসেল, কাউন্সিলর আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, অ্যাডভোকেট আবু তাহের, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, শিহাব উদ্দিন মুবিন, বদরুল খায়ের চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, ইসহাক চৌধুরী আলিম, এমআই চৌধুরী মামুন, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, মনজুর রহমান চৌধুরী ও জাকির হোসেন প্রমুখ।