গণহত্যা দিবসে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

গণহত্যা দিবসের (২৫ মার্চ) রাতে দেশব্যাপী প্রতীকী ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে দেশব্যাপী এক মিনিট বাতি নিভিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।

- Advertisement -google news follower

বুধবার ( ১১ মার্চ) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশব্যাপী বাতি নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবো। তবে জরুরি স্থাপনা বা কেপিআই যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্লাক আউট করলে অসুবিধা হবে এবং চলমান যানবাহনের বাইরে থাকবে। এ কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগরসহ দেশব্যাপী নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

- Advertisement -islamibank

দেশব্যাপী সেটা পালন করার জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালন করার জন্য ব্যবস্থা নিতে বলেছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এ প্রতীকী কর্মসূচি পালন করবো।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM