ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দুই দিনব্যাপী ‘ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে ২০২০’ শুরু হচ্ছে কাল শুক্রবার। এতে সারাদেশ থেকে ২৫টি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক দল অংশগ্রহণ করবে।
শনিবার (১৪ মার্চ) পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আগামীর প্রকৌশলীদের এ উৎসব।
এটি উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মো. কায়কোবাদ। এতে প্রধান অতিথি থাকবেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি থাকবেন ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় রয়েছে ৭টি প্রতিযোগিতা। এগুলো হলো- হ্যাকাথন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো-কেইস, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট এবং রোবো সকার কম্পিটিশন।
এছাড়াও ইন্ডাস্ট্রিতে কর্মরত বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টেক টক।
এতে অংশ নেবেন চুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জেনারেল সেক্রেটারি মুনির হাসান, স্যামসাং বাংলাদেশের চিফ টেকনোলজি কর্মকর্তা জুবেরুল ইসলাম, গ্রামীণফোনের চট্টগ্রাম হেড অব সার্কেল মার্কেটিং রেজওয়ান চৌধুরী, গ্রামীণফোনের প্রোডাক্ট ম্যানেজার মুহাম্মদ জাকারিয়া হায়দার ও অটোমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার তাওহিদুল ইসলাম।