দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বর্তমান কাউন্সিলরের ৪ অনুসারী আহত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১২টায় নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের বুড়িরপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

হামলায় আহতরা হলেন- আজাদ, মহিউদ্দীন, খুরশেদ ও সাইফুল হক টনি। এরমধ্যে টনি গুরুতর আহত হন । আহতরা সবাই বর্তমান কাউন্সিলর এরশাদ উল্লাহর অনুসারী।

এরশাদ উল্লাহ অভিযোগ করে জয়নিউজকে বলেন, বুধবার রাতে আমার কর্মী সমর্থকরা নির্বাচনি পোস্টার লাগাতে গেলে অপর প্রার্থী আব্দুস সবুর লিটনের (টিফিন ক্যারিয়ার মার্কা) অনুসারীররা বাঁধা দেয়। এতে তাদের সঙ্গে খানিকটা বাদানুবাদ হয়। পরে আমার সমর্থকরা কিছু পোস্টার লাগিয়ে চলে আসার পথে কৌশলে হামলা চালায়। এতে টনি গুরুতর আহত হয়।

- Advertisement -islamibank

কি কারণে এ হামলা জানতে চাইলে এরশাদ উল্লাহ জয়নিউজকে বলেন, আমি এবার আওয়ামী লীগের মনোয়ন থেকে বঞ্চিত হয়েছি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা চায় না আমি নির্বাচন করি। মূলত আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে তারা (আব্দুস সবুর লিটনের অনুসারীরা) এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এদিকে অভিযুক্ত কাউন্সিলর আব্দুস সবুর লিটনের মুঠোফোনের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

জয়নিউজ/কামরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM