করোনাভাইরাসে খারাপ পরিস্থিতিতে রয়েছে ইতালি। দেশটিতে সবধরনের খেলার আয়োজন স্থগিত রাখা হয়েছে। সর্বশেষ খবর- করোনায় আক্রান্ত হয়েছেন ইতালির জনপ্রিয় ক্লাব জুভেন্টাস’র ডিফেন্ডার দানিয়েল রুগানির।
এ অবস্থায় পর্তুগালে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
রুগানি নিজের শেষ ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে খেলেছেন। তাই দু’দলকেই এখন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অবশ্য সতীর্থ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার আগেই নিজ দেশ পর্তুগাল ফিরে যান রোনালদো।
জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজ শহর মাদেইরা আছেন রোনালদো। আপাতত তিনি তুরিনে ফিরছেন না।
প্রসঙ্গত, ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পর্তুগাল থেকে বিশেষ বিমানে ইতালি পৌঁছানোর কথা ছিল রোনালদোর। বৃহস্পতিবার (১২ মার্চ) দলের সঙ্গে অনুশীলনে নামার কথা ছিল তাঁর। কিন্তু রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জুভেন্টাস স্কোয়াড সদস্যদের এখন কোয়ারেন্টাইনে রাখা হবে।
জয়নিউজ