অভিষেকেই রনির জোড়া উইকেট

নিজের ওয়ানডে অভিষেকের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসার আবু হায়দার রনি। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে আফগান ওপেনার ইহসানুল্লাহ জানাতকে মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানিয়ে মাঠ ছাড়া করেন এই বাঁহাতি।

- Advertisement -

রনির আগের দুই বলে টানা দুই চার মেরেছিলেন ইহসানুল্লাহ। পরের বলেই আফগান ব্যাটসম্যানকে ফিরিয়ে মধুর প্রতিশোধ নিলেন রনি। আফগানিস্তানের স্কোর তখন ১ উইকেটে ১০ রান।

- Advertisement -google news follower

এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে ১০ রান করা রহমত শাহকে বোল্ড করেন রনি।

প্রসঙ্গত, এশিয়া কাপে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান।

- Advertisement -islamibank

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেটে ১০১ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু হায়দার রনি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, আসঘার আফগান (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশীদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

 জয়নিউজ/শাহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM