নিজের ওয়ানডে অভিষেকের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসার আবু হায়দার রনি। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে আফগান ওপেনার ইহসানুল্লাহ জানাতকে মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানিয়ে মাঠ ছাড়া করেন এই বাঁহাতি।
রনির আগের দুই বলে টানা দুই চার মেরেছিলেন ইহসানুল্লাহ। পরের বলেই আফগান ব্যাটসম্যানকে ফিরিয়ে মধুর প্রতিশোধ নিলেন রনি। আফগানিস্তানের স্কোর তখন ১ উইকেটে ১০ রান।
এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে ১০ রান করা রহমত শাহকে বোল্ড করেন রনি।
প্রসঙ্গত, এশিয়া কাপে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেটে ১০১ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, আসঘার আফগান (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশীদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
জয়নিউজ/শাহীদ