চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচিত হলে নগরবাসীর সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবো।
শনিবার (১৪ মার্চ) নগরের গোসাইলডাঙ্গা ও আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন।
এ সময় ডা. শাহাদাত বলেন, বর্ষা মৌসুম আসলে সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় বেশির ভাগ এলাকা। নগরবাসীর ভোটে নির্বাচিত হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করবো।
তিনি আরো বলেন, যেখানেই গণসংযোগে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের এ অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবেনা। এখন আমাদেরকে জেগে উঠতে হবে।
শাহাদাত বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। সরকার দলীয় সাংসদ ও মন্ত্রীরা নির্বাচনি কাজে অংশ নিলেও নির্বাচন কমিশন নির্বিকার। ইভিএমের বিভিন্ন কারিগরি ত্রুটি থাকলেও ডিজিটাল পদ্ধতিতে ভোট চুরি করার জন্যই নির্বাচন কমিশন ইভিএমের কথা বলছে।
এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ভোটের দিন ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে ইসিকে। শাহাদাত হোসেনকে বিজয়ী করতে সবাইকে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি আওয়ামী সন্ত্রাসীরা যেন ভোটারদের হুমকি-ধমকি দিয়ে কেন্দ্রে আসতে বাধা দিতে না পারে সে জন্য নেতাকর্মীদের সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি নাজিমুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, কাউন্সিলরপ্রার্থী মো. সেকান্দর,সহমুক্তিযোদ্ধা সম্পাদক ফয়েজুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নগর জাসাসের সভাপতি আবদুল মান্নান রানা, নগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. হোসেন, নগর বিএনপির সদস্য জমির আহমেদ, মো. নাছির, আবু মুছা, এমএ সবুর, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হারুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার লিজা, ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক আবু সাহেদ হারুন, মনজুর মিয়া, বন্দর থানা বিএনপির সহসভাপতি মো. ইউসুফ, আবু জহুর, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মো. হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, হাসান রুবেল, ওয়ার্ড বিএনপির সি. সহসভাপতি শওকত মান্নান, কামাল উদ্দীন সর্দার, সাংগঠনিক সম্পাদক আক্তার সৈয়দ ও মো. সাইফুল প্রমুখ।