নবজাতকের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস! ব্রিটেনের নর্থ মিড্লসেক্সের এক হাসপাতালে এমনটি ঘটেছে।
জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত সন্দেহে প্রসূতি মাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় ধরা পড়ে নবজাতকও করোনায় আক্রান্ত।
মাতৃগর্ভে থাকাকালে, জন্মের সময়ে নাকি জন্মের পরে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনা উদ্বেগ বাড়িয়েছে ব্রিটেনে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্রিটেনের সরকার সেভাবে তৎপর নয়- এমন অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। চাপের মুখে পড়ে প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে যেকোনো জমায়েত নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।
ইউরোপের বেশিরভাগ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান যখন বন্ধের পথে হেঁটেছে, ব্রিটেন সেখানে স্কুলপড়ুয়াদের যাওয়া-আসায় নিষেধ চাপায়নি। বাতিল করেনি ঘোড়দৌড় অনুষ্ঠান ‘শেল্টেন্যাম ফেস্টিভাল’।
জয়নিউজ