হার্টের চিকিৎসার জন্য ব্যাংক থেকে ৮৫ হাজার টাকা আজ (রোববার) তুলেছি। সম্পূর্ণ টাকা পুড়ে গেছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না।
একইসঙ্গে বেশ কয়েকভরি স্বর্ণালঙ্কারও পুড়ে যায় বলে জানান আগুনে ক্ষতিগ্রস্ত বাদল চক্রবর্তী। রান্নাঘরের আগুনে তার দুটি বসতঘর পুড়ে গেছে।
রোববার (১৫ মার্চ) দুপুর দুইটায় রামগড় আবাসিক এলাকায় একইসঙ্গে ছয় বসতঘর পুড়ে য়ায়। এ অগ্নিকাণ্ডে রুহুল আমীন মানিকের চারটি ও বাবুল সূত্রধরেরও বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জয়নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। নচেৎ আরও বড়ধরনের ক্ষতি হতো। রান্নাঘরের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার, মেয়র কাজী শাহজাহান রিপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম বদরুদ্দোজা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।