অবশেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে কোচিং সেন্টারও। বুধবার (১৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আপাতত বন্ধ থাকবে ৩১ মার্চ বন্ধ।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছে। এ বিষয়ে সোমবার বিকেলে আদেশ জারি হবে।
সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে কোচিং সেন্টারও। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ঘরের বাইরে না যায় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বানও জানানো হয়েছে।
জয়নিউজ