ওঁরা করোনামুক্ত, থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে ইতালি ফেরত যুবকসহ উদ্ধার হওয়া ছয়জনের কারো মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতার জন্য সবাইকে হোম কোয়ারেন্টাইনের জন্য নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে।

- Advertisement -

রোববার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে তাদের মধ্যে করনোর কোনো লক্ষণ পাওয়া যায়নি। সবাই সুস্থ আছেন। তারপরেও নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের জন্য নির্দেশ দিয়েছি।

- Advertisement -google news follower

ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও আট জন।

এর আগে রোববার (১৫ মার্চ ) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আবদুর রব হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/নবাব/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM