আইসিটি বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল করিম নিপুন।
আইসিটি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এলআইসিটি সমাপনী অনুষ্ঠানে বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রায় ৩০,০০০ প্রজেক্টের মাঝে ‘রেস্টুরেন্ট বিল্ডিং সিস্টেম’ এর উপর তৈরি নাজমুল করিম নিপুনের প্রজেক্টটি জাভা ট্র্যাকে সেরা বিবেচিত হয়।
এসময় তার হাতে পদক তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
এলআইসিটির এ উদ্যোগে উপদেষ্টা পরিষদে আছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে সম্পন্ন হওয়া সমাপনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
জয়নিউজ/শাহীদ