প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চট্টগ্রামে নতুন করে আরো ২ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জয়নিউজকে বলেন, চট্টগ্রামে আগে মোট ৩১ জনকে পাঠানো হয়েছিল হোম কোয়ারেন্টাইনে। গত ২৪ ঘণ্টায় আরও দু’জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো সবাইকে অবশ্যই কমপক্ষে ১৪ দিন সেখানে থাকতে হবে।
এদিকে করোনার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত রাখা হয়েছে সাড়ে ৩ শতাধিক শয্যা। এছাড়া কোয়ারেন্টাইনের জন্য নগরের দু’টি বিদ্যালয়ে প্রস্তুতির কাজ চলছে।
জয়নিউজ/হিমেল/পিডি