করোনাভাইরাসে বিশ্বজুড়ে চলছে মৃত্যুর মিছিল। সেই মিছিলে যোগ হচ্ছে একের পর এক দেশ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (১৭ মার্চ) পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
রয়টার্স জানায়, ইরান থেকে ফেরা ওই রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার মৃত্যু হয়।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কায়সার শরিফের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার রাতে লাহোরের মায়ো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই রোগী ভর্তি হয়। করোনাভাইরাস পরীক্ষা করা হলেও রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়।
জয়নিউজ