বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কায় সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যত দ্রুত সম্ভব করোনা প্রতিরোধে রোগী শনাক্তে আরো বেশি টেস্ট করা এবং আক্রান্তদের আলাদা করে রাখাসহ সব ধরনের পদক্ষেপ জোরদার করার তাগিদ দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনাম ক্ষেত্রপাল সিং বলেছেন, এই অঞ্চলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। অবিলম্বে সতর্কতা ও কার্যকর নজরদারি বাড়ানোসহ সব কার্যক্রম জোরদার করতে হবে। দক্ষিণ এশিয়ার আট দেশে এরিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
জয়নিউজ/পিডি