পতেঙ্গা সৈকতে জনসমাগম নিষিদ্ধ

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে চট্টগ্রামের বিনোদনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -

বুধবার (১৮ মার্চ) বিকেলে সিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারাবিশ্বে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে। গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরা সংক্রান্তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এতে করোনাভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকায় জনসাধারণকে অহেতুক জমায়েত হওয়া থেকে বিরত থাকতে বলা হলো।

এর আগে চট্টগ্রাম সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে বলে গণমাধ্যমকে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

- Advertisement -islamibank

জয়নিউজ/কামরুল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM