লোহাগাড়া আমিরাবাদ স্কুল রোডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কোচিং সেন্টার থেকে তিন শিক্ষককে আটক করে তাদের জরিমানা করা হয়।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
আটককৃতরা হলেন-কলাউজান রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জয়সেন বড়ুয়া, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল ও আরিফুর রহমান।
তৌছিফ আহমেদ জয়নিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার চালু রেখেছে। তাই তাদের তিনজনকে দণ্ডবিধি ১৮৬০ এ ২৬৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।
তিনি আরো বলেন, যেসব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।