ভারতজুড়ে কারফিউ

করোনাভাইরাস প্রতিরোধে ভারতে জনতা কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী রোববার থেকে এ কারফিউ কার্যকর হবে।

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে কারফিউ জারির এ ঘোষণা দেন তিনি।

- Advertisement -google news follower

ভাষণে মোদি বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ মেনে চলতে হবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া আগামী কয়েক সপ্তাহ বাড়ি থেকে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ান।

জনতা কারফিউয়ের ব্যাখ্যায় তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য এটি জনতার দ্বারা, জনতার জন্য নিজেদের ওপর জারিকৃত কারফিউ। ওইদিন বিকেল ৫টায় দেশের সব মানুষ জানালায়, দরজায়, ব্যালকনিতে দাঁড়িয়ে সাইরেন বাজাবেন। চিকিৎসক ও চিকিৎসাকর্মীর মতো যেসব মানুষ প্রাণের তোয়াক্কা না করে মানুষের জন্য কাজ করছেন তাদের ধন্যবাদ জানানো হবে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM