নগর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আনোয়ার জাহিদ তানভীর হত্যা মামলার মূল আসামি নেসার উদ্দীনকে (৪০) আটক করেছে র্যাব।
শুক্রবার (২০) মার্চ সকালে তাকে ফেনী থেকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাট্টলীতে নির্বাচনি প্রচারণায় নিহত তানভীর হত্যার মূল আসামি ফেনীতে আত্মগোপনে আছে। পরে র্যাবের গোয়েন্দা টিম সম্ভাব্য এলাকায় নজরদারি বাড়িয়ে তাকে আটক করে।
উল্লেখ্য বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল ও বিদ্রোহীপ্রার্থী এবং বর্তমান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর বাড়ির মাঝামাঝিতে দু’গ্রুপের সংঘর্ষ হয়।
এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভীর নিহত হয়। এই ঘটনার পরদিন নিহত তানভীরের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামি নেসার উদ্দীন।