করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে ওরশ মাহফিল, জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে নিষেধাজ্ঞা থাকার পরও ওরশ মাহফিলের আয়োজন করায় বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলীতে মুনারমার শাহী জামে মসজিদ কমিটিকে জরিমানা করেছে প্রশাসন।

- Advertisement -

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন।

- Advertisement -google news follower

তিনি জয়নিউজকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ সচেতনতায় সরকার রাজনৈতিক সভা সমাবেশ, সকল সামাজিক অনুষ্ঠান, এমনকি জনসমাগম হয় এমন সবধর্মের অনুষ্ঠান সাময়িক স্থগিত করা হয়েছে।

 

- Advertisement -islamibank
করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে ওরশ মাহফিল, জরিমানা
ওরশ মাহফিল কমিটির সঙ্গে কথা বলছেন ইউএনও

বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে পশ্চিম সারোয়াতলী মুনারমার শাহী জামে মসজিদ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় কমিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে খাবারের আয়োজনও বন্ধ করে ও আলোকসজ্জা খুলে ফেলা হয়।

 

করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে ওরশ মাহফিল, জরিমানা
ওরশ মাহফিলে তবারুক রান্না করছেন আয়োজক কমিটি

তিনি উপস্থিত মুসল্লিদের করোনাভাইরাস সংক্রমণে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। জরুরি প্রয়োজন ছাড়া তাদের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানান।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM