করোনাভাইরাস সংক্রমণের প্রভাব দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় সাতকানিয়ায় চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সাড়ে ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-ই আলম।
দণ্ডিতরা হলেন- আরাফাত অটো রাইস মিলের মালিক সাব্বির আহমদ, দেলোয়ার চাল বিতানের মালিক দেলোয়ার হোসেন, তৈয়ব স্টোরের মালিক মো. সাদেক হোসেন, ফারুক স্টোরের মালিক ফররুক আহমদ।
আদালত সূত্রে জানা যায়, বাজালিয়া স্টেশন এলাকায় আরাফাত অটো রাইস মিল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশি দামে চাল বিক্রির সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটির মালিক সাব্বির আহমদকে ১০ হাজার টাকা। একই অপরাধে দেলোয়ার চাল বিতানের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা, তৈয়ব স্টোরের স্বত্বাধিকারী মো. সাদেক হোসেনকে ৫ হাজার টাকা, ফারুক স্টোরের মালিক ফারুক আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-ই আলম বলেন, করোনার প্রভাব দেখিয়ে সাধাারণ মানুষকে জিম্মি করে কোনোভাবে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসনের টিম কঠোরভাবে বাজার মনিটরিং করছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।