হালদায় ভেসে উঠল মরা ডলফিন

হালদা নদীতে ভেসে উঠেছে মৃত ডলফিন। শনিবার (২১ মার্চ) দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভেসে থাকতে দেখে মো. রোসাঙ্গির নামে স্থানীয় এক ব্যক্তি।

- Advertisement -

নৌযানের প্রপেলারের আঘাতের কারণে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া।

- Advertisement -google news follower

তিনি জানান, মৃত ডলফিনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির একটি ডলফিন। সারা বিশ্বে এই প্রজাতির ডলফিন মাত্র ১১-১২শ’টি আছে। যার মধ্যে হালদায় আছে ২০০-২৫০টি। বিপন্ন প্রজাতির এ জলজ স্তন্যপায়ী প্রাণীটি মারা যাওয়ায় তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন।

ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে প্রশাসনের নির্দেশে প্রায় ৬ ফুট লম্বা ডলফিনটির কঙ্কাল সংগ্রহের উদ্দেশে আজিমের ঘাট এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ডিম সংগ্রহকারী কামাল সওদাগর।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM