করোনা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত

বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)- এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের বড় ধরনের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -google news follower

তিনি বলেন, এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।

আবেদীন বলেন, কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারি মোকাবিলায় দেশটির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, তারা দুজনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

- Advertisement -islamibank

তথ্যসূত্র: বাসস

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM