সীতাকুণ্ডের ধাতব বস্তুটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ৪০ কেজি ওজনের ধাতব বস্তুটি কীভাবে এল তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এ অবস্থায় ধাতব বস্তুটি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশের জমিতে ধাতব বস্তুটি উড়ে এসে পড়ে। বিকট শব্দে এটি জমির মাটির ভেতর ঢুকে যায়। এরপর ঘটনাস্থলে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সীতাকুণ্ড থানা পুলিশ, সেনাবাহিনী ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। পরে ধাতব বস্তুটি উদ্ধার করা হয়। সিআইডির একটি দল এটি পরীক্ষা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়নিউজ