করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন পাঁচজন। বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কেউ মারা যাননি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন হয়।
অধ্যাপক ডা. মীরজাদী বলেন, দেশে নতুন করে করোনা আক্রান্ত আরও তিনজন। এ নিয়ে আক্রান্ত মোট ২৭ জন। নতুন আক্রান্তদের দুজন বিদেশফেরত, অপরজন শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আক্রান্ত। এছাড়া ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। দেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।