বাসা-বাড়িতে শবে মেরাজের ইবাদতের আহ্বান

করোনাভাইরাস সতর্কতায় পবিত্র শবে মেরাজের সারা রাতের ইবাদত বন্দেগি মসজিদ বাদ দিয়ে মুসল্লিদের বাসা বাড়িতে করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

- Advertisement -

রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, পরিত্র শবে মেরাজে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ মাগরিব ইমাম সাহেব শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে জামাতে নামাজ পড়তে যান, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে নেন তারপর মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়েন।

- Advertisement -islamibank

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সারারাত ধরে মুসল্লিরা ইবাদত বন্দেগি করে থাকেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM