নগরে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিদেশ থেকে আগত ব্যক্তি ও সন্দেহভাজন আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিশ্চিত করতে হটলাইন চালু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২২ মার্চ) বিকেলে সিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এতে আরও বলা হয় সম্প্রতি বিদেশ থেকে যেসকল প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে কমিউনিটিতে মেলামেশা-ঘোরাফেরা করছে, উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে তা জানাতে এ হটলাইন নাম্বারে -০১৪০০-৪০০৪০ যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া অসৎ উদ্দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন-চাল, ডাল, চিনি ও তৈল ইত্যাদি অবৈধভাবে মজুদ করছে তাদের বিরুদ্ধে হটলাইন নাম্বারটিতে অভিযোগ করা যাবে।