আমজনতার মঙ্গলের জন্য মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে মাঠে নামছে সেনাবাহিনী। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা করেবে তারা। জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে তারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে করোনা নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের কেউ কোয়ারেন্টাইন পালনে ত্রুটি/অবহেলা করছে কিনা তা পর্যালোচনা করবে সেনাবাহিনী।
জয়নিউজ