লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনের থাকা প্রবাসীদের ঘরের সামনে লাল পতাকা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে হোম কোয়ারেন্টাইনের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এ পতাকা টাঙিয়ে দেন।
এসময় হোম কোয়ারেন্টাইনীদের আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং যেকোনো প্রয়োজনে সরাসরি ডাক্তার ও প্রশাসনকে ফোন করার জন্য বলা হয়। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪০ জন। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য লক্ষ্মীপুর জেলার চারটি হাসপাতালে ১শ’টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা বাড়াতে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।