করোনা: প্রবাসীদের ঘরের সামনে লাল পতাকা

লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনের থাকা প্রবাসীদের ঘরের সামনে লাল পতাকা দিয়েছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে হোম কোয়ারেন্টাইনের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এ পতাকা টাঙিয়ে দেন।

- Advertisement -google news follower

এসময় হোম কোয়ারেন্টাইনীদের আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং যেকোনো প্রয়োজনে সরাসরি ডাক্তার ও প্রশাসনকে ফোন করার জন্য বলা হয়। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪০ জন। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য লক্ষ্মীপুর জেলার চারটি হাসপাতালে ১শ’টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা বাড়াতে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM