তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি ফেরি উল্টে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়,এ ঘটনায় ডুবে যাওয়া মানুষের সংখ্যা ২০০ জনেরও বেশি। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
লেক ভিক্টোরিয়ার উকোরা ও বুগলোরা দ্বীপের উপকূলের কাছে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালবোঝাই ফেরিটি নোঙ্গর করা অবস্থায় এক পাশ দিয়ে যাত্রী ওঠার কারণে উল্টে যায়।
কর্তৃপক্ষ জানায়, সে সময় ফেরিতে প্রায় ৪০০ যাত্রী ছিল। ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর।
যে ব্যক্তি ফেরিতে টিকিট বিক্রি করছিলেন তিনিও এ ঘটনায় ডুবে যান। তাই যাত্রীদের সঠিক সংখ্যা জানা যায়নি। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
জয়নিউজ/আল্পনা