চীনে এবার হানতাভাইরাসে একজনের মৃত্যু

করোনাভাইরাসের প্রকোপ না কাটতেই চীনে এবার নতুন ভাইরাসের আগমন ঘটেছে। নাম তার- হানতাভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাতে একজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক টুইটে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

মূলত ইঁদুর থেকে ছড়ায় এই হানতাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়। এটি বায়ুবাহিত নয়। তবে ইঁদুরের মূত্র, মল ও লালার সংস্পর্শে আসলে এবং আক্রান্ত প্রাণীর কামড়ে এই ভাইরাসের সংক্রমণ হয়।

গ্লোবাল টাইমস জানিয়েছে, মৃত ব্যক্তি চীনের ইউনান প্রদেশের বাসিন্দা। গত সোমবার তিনি বাসে করে শ্যানডং প্রদেশে যাচ্ছিলেন। বাসেই তার মৃত্যু হয়। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM