সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর বেতন। এর আগে ডিসি সুলতানাকে ওএসডি করা হয়েছিল।
শুধু ডিসি সুলতানাই নন, বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে ওই ঘটনায় যুক্ত আর তিন কর্মকর্তাকে। তাদেরও বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন- সহকারী সচিব নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, দোষের মাত্রা ও সার্ভিস রুলস অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়া হয় সাংবাদিক আরিফুল ইসলামকে। মধ্যরাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের জেল দেওয়া হয় সাংবাদিক আরিফকে।
জয়নিউজ