বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। তাই সম্মিলিত প্রচেষ্টায় সকলে সর্বাত্মক চেষ্টা করছে এ ভাইরাসকে রুখে দিতে। ব্যতিক্রম নেই বাংলদেশও। সরকারের পাশাপাশি সচেতনমহল থেকে শুরু করে সবাই সবার সাধ্যমত করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ মার্চ) নগরে করোনা সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে র্যাব-৭।
শুক্রবার নগরের এয়ারপোর্ট, পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, আগ্রাবাদ ও জিইসি এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সচেতনতামূলক প্রচারণা করা হয়। র্যাবের তিনটি মাঝারি পিকআপ ও চারটি মোটরসাইকেলে করে প্রচারণা চালানো হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জয়নিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে সচেতন করতেই আমরা র্যাবের পক্ষ থেকে এ প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ জনগণ সচেতন থেকে নিজেদের নিরাপদ রাখলে আমাদের প্রচারণা সফল হবে। আমরা চায় করোনা পরিস্থিতি থেকে দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে। জনস্বার্থে র্যাব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
জয়নিউজ/কামরুল/বিআর