মহামারি করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। প্রাণ হারাচ্ছে শত শত। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, লাশের সারি। সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন অনেকেই, তবে তা আক্রান্তের তুলনায় অনেক কম।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ছয় লাখ (৫,৯৪,৩৪৪)। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ হাজার (২৭,২৫১)।
তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে ৯ হাজার ১৩৪ জন। ৫ হাজার ১৩৮ জন মারা গেছে স্পেনে। ৩ হাজার ২৯২ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৩৭৮ জন। ফ্রান্সে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৯৫ জন।
করোনাভাইরাস জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে ১ হাজার ৬০৭ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার একদিনেই সেখানে মৃতবরণ করেছে ৩১২ জন।
আশার কথা হচ্ছে, ইতোমধ্যে বিশ্বব্যাপী ১ লাখ ৩২ হাজার ৬২২ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন। তবে প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত কত মানুষের প্রাণ নিয়ে থামবে করোনাভাইরাস?